‘বোরো ধান ঘরে তুলতে পারলে খাদ্য ঝুঁকি থাকবে না’
দেশে সাড়ে ১৬ কোটি মানুষ, প্রতি বছর ২২ লাখ নতুন মুখ যোগ হচ্ছে। এতে দেশে চালের চাহিদা ও কনজামশন বেড়েছে। ১০ লক্ষাধিক রোহিঙ্গাদের খাবার জোগান দিতে হচ্ছে। বোরো চাষ লক্ষ্যমাত্রা অতিক্রম করায় কোনো খাদ্য ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
বৃহম্পতিবার (১ এপ্রিল) মন্ত্রণালয় থেকে অনলাইনে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তনা গ্রামে বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।