সকালের সড়কে কাঁচাবাজারের ভোগান্তি, পুলিশের কাছে সমাধান নেই?
ঢাকায় সকালে অফিসগামীদের হুড়োহুড়ি, সন্তানদের স্কুলে পৌঁছে দিতে বাবা-মায়েদের ছোটাছুটি নিয়মিত চিত্র, যে কারণে সড়কে যানজটের ভোগান্তিও নিত্যদিনের সঙ্গী।
কিন্তু যানজট পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে বিভিন্ন এলাকায় মূল সড়কের ওপর বা সড়কের পাশের ফুটপাথে বসা বড়-সড় কাঁচাবাজার।
ভিড়ভাট্টা এড়িয়ে চলতে গিয়ে নাকাল হচ্ছে ব্যস্ততার মধ্যে থাকা পথচলতি মানুষ।
রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় এমন দুটো বাজার ঘুরে দেখা গেল, বাজারের ভিড় সামলে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে নাকাল পুলিশও। কর্মকর্তারা বলছেন, ‘পুলিশের একার পক্ষে’ এগুলো বন্ধ করা সম্ভব না।
সম্প্রতি এক সকালে গিয়ে দেখা গেল, রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে টেকনিক্যাল মোড়মুখী সড়কটা অর্ধেকেরও বেশি বন্ধ করে বসেছে বাজার। সকালের হুড়োহুড়ি-ছোটাছুটির মধ্যেই নির্বিঘ্নে চলছে মাছের বাজারের দর কষাকষি, মুরগী বিক্রেতার হাঁক-ডাক, সবজিওয়ালদের চেঁচামেচি।
কাঁচাবাজার থেকে শুরু করে ফল, বেকারি আইটেম এমনকি, বাজারে আসা লোকজনের জন্য ফুটপাথে বসে গেছে ভাত-রুটির রেস্তোঁরা পর্যন্ত।
বাজারের শাক বিক্রেতা মো. শাকিল বলছিলেন, “এই বাজার বহুদিন হইল বইতাছে। পুরা মিরপুরে এটাই একটা বাজার যেখানে বইতে কাউরে পয়সা দিতে হয় না। এই কারণে ব্যবসায়ীদের ভিড় বেশি।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভোগান্তি
- কাঁচাবাজার
- ফুটপাত