বন্ধের পথে ফেনীর একমাত্র সিনেমা হলটিও

জাগো নিউজ ২৪ ফেনী প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ১৬:৪১

বন্ধের পথে ফেনীর একমাত্র সিনেমা হলটিও। এক সময় জেলায় ছয়টি সিনেমা হল থাকলেও শুধু দুলাল সিনেমা হল কোনো মতে খুঁড়িয়ে চলছে। তবে দর্শক খরার কারণে বছরের পর বছর লোকসান গুনছেন মালিকপক্ষ। ফলে যে কোনো সময় ফেনির একমাত্র হলটিও বন্ধ হতে পারে।


দুলাল সিনেমা হল, সুরত মহল, বিলাসী সিনেমা হল ও কানন সিনেমা হল নামে ফেনী শহরে চারটি সিনেমা হল ছিল। এছাড়াও ফুলগাজীতে বিউটি সিনেমা হল ও দাগনভূঞায় ঝর্ণা সিনেমা হল নামে আরও দুটি সিনেমা হল ছিল। কালের বিবর্তনে একটি বাদে সবগুলোই বন্ধ হয়ে গেছে। এক সময় এসব হলে ছবি দেখার জন্য হাজার হাজার দর্শক ভিড় করতেন। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে পরিবার নিয়ে আসতেন অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও