অনেক ভোট পার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সব ভোটেই তাঁকে দিনের বড় সময়টা গৃহবন্দি থাকতে দেখা গিয়েছে। নন্দীগ্রামে এ বার অন্য রকম ভোট। মমতার চেনা জমি হলেও প্রার্থী হিসেবে নতুন ভোট ময়দান। কিন্তু সেখানেও খেলার ছক বদলালেন না নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা।
ভোটে লড়ার কথা ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি জানিয়েছিলেন বাড়ি ভাড়া নিয়ে নন্দীগ্রামে থাকবেন। সেই মতো রেয়াপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েই অস্থায়ী ঠিকানা বানিয়েছেন। ভোট প্রচারে কথা দিয়েছেন, ফের ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রীর দফতর বানাবেন নন্দীগ্রামে। তবে আপাতত তিনি নন্দীগ্রামের প্রার্থী। ভাড়া বাড়িতে গত কয়েকদিন রয়েছেন তিনি। দোলের দিন থেকে নন্দীগ্রামে থাকলেও বুধবার বেরিয়েছিলেন হুগলি ও হাওড়ায় প্রচার সভায় যোগ দিতে। রাতে ফিরে আসেন আন্দোলন ভূমির সেই বাড়িতে।