দেশ কি দ্বিমুখী সংকটে?
বাংলাদেশে করোনার দুর্যোগ হঠাৎ করে ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। মার্চ মাসেই প্রতিদিন মৃত্যুর সংখ্যা ৫-৬-এ নেমে এসেছিল। এই সংখ্যা ৪৫-এ বৃদ্ধি পেয়েছে। ভাইরোলোজিস্টরা মনে করেন, মৃতের সংখ্যা যদি ৫ জনে সীমিত থাকে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে মনে করা যায়।
গত কয়েক দিনে মৃতের হার জানিয়ে দিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নেই। এজন্য অবশ্য জনগণকে দায়ী করতে হয়। রাজধানীর রাজপথ, শপিং সেন্টার এবং আরও অন্যান্য স্থানে যেখানে প্রচুর মানুষের সমাগম হয়, দেখা যেত সেসব স্থানে বেশিরভাগ মানুষই মাস্ক না পরে ঘুরাফেরা করছে।