দ্বিতীয় দফার শেষ প্রচারে নিজ কেন্দ্রেই মমতা, অ-মিত তারকায় পদ্মের ‘মঙ্গল’ অভিযান
পয়লা এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আট দফার নির্বাচন পর্বে ‘ভোট দ্বিতীয়া’। তার আগে মঙ্গলবারই প্রচারের শেষ দিন। তবে প্রথম দফার মতো আর ঝোড়ো সফরে দেখা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটগ্রহণ পর্যন্ত তিনি নিজের কেন্দ্র নন্দীগ্রামেই থাকবেন বলে জানিয়েছেন। তৃণমূল সূত্রে যা জানা গিয়েছে, তাতে মঙ্গলবার নন্দীগ্রামেই ৪টি কর্মসূচি করবেন মমতা।
মমতার শেষ দিনের প্রচারের শুরুটা বেলা ১১টায়। ভাঙাবেড়া শহীদ বেদী থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত রোড-শো করবেন মমতা। ৩ কিলোমিটার হুইলচেয়ার করেই ঘুরবেন তৃণমূল নেত্রী। এর পরে দুপুর ১টায় সোনাচূড়া, ২টোয় বাঁশুলি চক লক গেট এবং ৩টের সময় তেঙ্গুয়া মোড় ক্রসিংয়ে সভা করবেন মমতা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
প্রথম আলো
| ভারত
১ বছর, ৫ মাস আগে