
‘একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না’ বলে বিজ্ঞাপন দেখা যায় বাসের পেছনে। কিন্তু রাজশাহীর কাটাখালীতে যে দুর্ঘটনা ঘটল, তাতে অন্তত চারটি পরিবারকে সারা জীবন স্বজন হারানোর বেদনা ও যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে।
প্রথম আলোর খবর থেকে জানা যায়, শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে ১৭ জন যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে গ্যাসচালিত মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসে থাকা সবাই মারা যান।