সন্দেহভাজনদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, দুদকের আবেদনের শুনানি ৫ এপ্রিল
দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাবার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দুদকের করা আবেদনের ওপর আগামী ৫ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। একইসঙ্গে নরসিংদীর ব্যবসায়ী আতাউর রহমানের বিদেশ যাবার ক্ষেত্রে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আবেদনের ওপর শুনানি হবে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান রবিবার এক আদেশে এ দিন ধার্য করেছেন। দুদক হাইকোর্টের রায় স্থগিত চাইলেও আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। অপরপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও মুন্সী মনিরুজ্জামান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে