দুটি ফ্ল্যাট, প্লট, আমানতের তথ্য দিলেন দুদক চেয়ারম্যান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৩২

ঢাকায় দুটি ফ্ল্যাট, স্ত্রী ও বিসিএস প্রশাসন কমিটির সঙ্গে দুটি প্লট, ৭১ লাখ টাকার আমানতসহ স্থাবর ও অস্থাবর সম্পদ থাকার তথ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন দায়িত্ব পাওয়া চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।


দুদক সংস্কার কমিশনে তিনি নিজের সম্পদের তথ্য জমা দেওয়ার কথা বলেছেন।


রোববার বিকালে দুদক বিটে কর্মরত প্রতিবেদকদের সঙ্গে মতবিনিময়কালে সম্পদের তথ্য দেওয়ার কথা তুলে ধরে তিনি নিজের আয় ব্যয় ও সম্পদের ফিরিস্তি দেন।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে ‘স্বচ্ছতা নিশ্চিতে’ তাদের আয় ও সম্পদের তথ্য প্রকাশের যে আহ্বান জানিয়েছিল টিআইবি, তাতে সাড়া দিয়ে দুদক চেয়ারম্যান মোমেন নিজের সম্পদের তথ্য দুদক সংস্কার কমিশনে জমা দেওয়ার কথা তুলে ধরেন।


তিনি বলেন, এর বাইরে কিছু মিললে সেগুলো সরকার বাজেয়াপ্ত করতে পারে বা ধ্বংস করে দিতে পারে।


মোমেন বলেন, “আনুষ্ঠানিকভাবে আমার সম্পদ বিবরণী দুদক সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছি। অন্য কমিশনাররা তাদের সম্পদ বিবরণী জমা দিয়ে দেবেন।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও