ঘন কুয়াশায় ৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু
ডেইলি স্টার
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০
ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং সাড়ে ছয় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ৭টার দিকে ঘন কুয়াশা কেটে গেলে নৌরুটগুলোতে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে ফেরি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে রোববার দিবাগত রাত ১টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে এবং রাত সাড়ে ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।