
স্বাস্থ্যবিধি মানুন, সুস্থ থাকুন
বিভিন্ন শপিংমল, সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠানের গায়ে সাঁটানো একটা লেখা চোখে পড়ে অনেক সময়। সেটা হচ্ছে- স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুঝুঁকি আছে। খুবই সঠিক এবং বাস্তব কথা। ঠিক জানি না-তবে বিষয়টা কি এমন যেন দেখতে দেখতে এটা চোখ সওয়া হয়ে গেছে অনেকের?
নাকি মৃত্যুঝুঁকিকেও আমরা সচেতনভাবেই পাত্তা দেয়ার প্রয়োজন বোধ করছি না? করোনার এমন বাড়বাড়ন্ত সময়ে অনেকের হাবভাব দেখলে অন্তত তেমনটাই মনে হতে পারে।