দেখার কি কেউ নেই?
কুমিল্লা জেলার প্রধান নদী, জাতীয় কবি নজরুলের গানে উল্লিখিত ও স্মৃতিধন্য, ঐতিহ্যবাহী গোমতীর মাটি অবাধে লুট করে নেয়া হচ্ছে। জেলা সদরের আশপাশের এলাকায় এই বেআইনি তাণ্ডবের দরুন বন্যা প্রতিরক্ষা বাঁধ এবং ফসলি জমি এখন হুমকির সম্মুখীন। নয়া দিগন্তের সংবাদদাতার পাঠানো সচিত্র সংবাদে এ কথা জানা গেছে। সাথে ছাপানো ছবিতে দেখা যায়, মাটিখেকো দুর্বৃত্তদের অপতৎপরতায় বুড়িচংয়ের বাগিলারা এলাকাতে গোমতী নদীর বাঁধ ক্ষতবিক্ষত হয়ে পড়েছে।