
টাঙ্গাইলে জেলা কালচারাল অফিসারকে ‘শ্বাসরোধে’ হত্যা
টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকেকে চিকিৎসাধীন অবস্থায় হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে।
বিজ্ঞাপন বিজ্ঞাপন শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালের একটি ভিআইপি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার দীপংকর ঘোষ নিশ্চিত করেছেন।