
‘আমার মা মারা গেছে, গ্রেপ্তার করবেন না’
পুলিশ দেখেই দৌড় দিয়েছিলেন ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক ওরফে বাবুল (৪২)। গ্রেপ্তার এড়াতে সামনে পুকুর দেখে সেখানেই ঝাঁপ দেন তিনি। এরপর পুকুরে থাকা অবস্থায় পুলিশকে হাতজোড় করে বলতে থাকেন, ‘আমার মা মারা গেছে, গ্রেপ্তার করবেন না, ছেড়ে দিন।’ কিন্তু পুলিশ তাঁর কথা শোনেনি। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে উঠিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের কাওয়ার পাড়ায় আজ সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা ও ভাঙচুরের একটি মামলায় ইউপি সদস্য আবু বক্কর আসামি ছিলেন। আজ বিকেলে পুলিশ কাওয়ার পাড়ায় অভিযানে গেলে ইউপি সদস্য পুলিশ দেখে দৌড় দেন। একপর্যায়ে তিনি একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে উঠিয়ে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আসামি গ্রেপ্তার
- আসামি