স্বাধীনতার ৫০ বছর: এগোনো এবং পেছানো

সারাক্ষণ বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ১৫:২৪

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন চলছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য জাতীয়ভাবে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিদেশি অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রাজনৈতিক অবদান সম্পর্কে যেমন আলোচনা হচ্ছে, তেমনি ৫০ বছরে স্বাধীন বাংলাদেশের অর্জনের কথাও তুলে ধরছেন বিভিন্ন আলোচক। ২২ মার্চ ষষ্ঠ দিনের অনুষ্ঠানে বক্তৃতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতিতে নতুন অধ্যায় সৃষ্টির আহ্বান জানিয়ে বলেছেন, সরকার এবং রাজনৈতিক দল সততা ও আন্তরিকতা দিয়ে জনস্বার্থে কাজ করলে জাতির উন্নতি ও কল্যাণ নিশ্চিত হয়। অতিদরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে দল-মতনির্বিশেষে পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। মুজিব বর্ষে এটাই হবে বড় অর্জন।

রাষ্ট্রপতি তার বক্তব্যে আরো বলেছেন, ‘আমরা স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করতে যাচ্ছি। এই দীর্ঘ সময়ে দেশের চেহারা অনেক বদলে গেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছিল, অনেক চড়াই-উতরাই পার হয়ে সেই বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্জন করেছে। বাংলাদেশ এখন উন্নত-সমৃদ্ধ দেশ হওয়ার পথে দ্রুত অগ্রসরমাণ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও