You have reached your daily news limit

Please log in to continue


নতুন বিশ্বব্যবস্থায় চাই নতুন কূটনৈতিক ছক

সমকাল: বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা 'সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়' এখনও কতটা প্রাসঙ্গিক? ইমতিয়াজ আহমেদ: এই মূলনীতি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল ১৯৭০ সালে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার এই নীতির আলোকেই এগোতে থাকে। অন্য সরকারও এই নীতির খুব একটা ব্যত্যয় ঘটায়নি। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যবর্তন করেন এবং ওই সালের ৬ ফেব্রুয়ারি তিনি ভারত সফরে যান। তখন কলকাতায় বিশাল ময়দানে বঙ্গবন্ধু ভাষণেও স্পষ্ট করেই বলেছিলেন, এই উপমহাদেশে কিংবা প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গেই আমাদের বৈরিতা থাকবে না। স্নায়ুযুদ্ধকালে এমনকি বঙ্গবন্ধু যখন ১৯৭৪ সালে জাতিসংঘে যান, তখনও তিনি এই নীতির আলোকেই বক্তব্য রেখেছেন। ওই সময় এ প্রত্যয় ব্যক্ত করা এবং ধরে রাখা সাহসের বিষয় ছিল। বাংলার প্রাচীন সভ্যতার ভিত্তিতেই আমরা শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বের নীতিই বজায় রেখেছি। বর্তমানে তো বটেই, ভবিষ্যতের জন্যও এই নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন