কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গরমে চুলে ঘামের গন্ধ দূর করতে কী করবেন?

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ১১:২৬

গরমকাল মানেই গা চিটচিট করা ঘাম। সেই ঘামের দুর্গন্ধ যে শুধু পোশাক বা শরীর থেকে বের হয় তা নয়, আপনার মাথার চুলও এই সময়ে সমানভাবে ঘেমে যায়। তাই সেই গন্ধেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তবে এ থেকে মুক্তির উপায় আছে আপনার বাড়িতেই। চলুন জেনে নেওয়া যাক।

উপকরণ: গোলাপ জল, অ্যালোভেরা জেল এবং কোনও একটি পছন্দের এসেনশিয়াল অয়েল দিয়েই বানানো যাবে এই সুগন্ধি। গোলাপ জল আপনার চুলে আনবে একটু তরতাজা ভাব। ফলে চুলের রুক্ষতা দূর হবে। অ্যালোভেরা জেল ব্যবহার করলে আপনার চুলে সবসময়ই আর্দ্রতা বজায় থাকবে। এসেনশিয়াল অয়েল আপনার চুলে দেবে একটা হালকা দীর্ঘস্থায়ী সুগন্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও