প্রচণ্ড গরম কমাতে এই পাঁচটি বিষয়ে খেয়াল রাখুন
প্রথম আলো
প্রকাশিত: ০৩ মে ২০২৪, ১৬:৫৯
পশ্চিমের রোদের সঙ্গে আড়ি
পশ্চিমের জানালায়, বারান্দায় গাছ রাখুন। লতানো গাছ ছড়িয়েও দিতে পারেন। রোদের সময় সাদা পর্দা মেলে দিলে রোদের প্রতিফলন হবে বাইরেই। সানব্লকও ভালো।
ছোট ছোট জলাধার
গরমে পানি বাষ্প হয়ে যায়। এ প্রক্রিয়ায় তাপ খরচ হয়, যা আসে পরিবেশ থেকেই। ফলে পরিবেশ কিছুটা ঠান্ডা হয়।
- ট্যাগ:
- লাইফ
- প্রচণ্ড গরম
- খামখেয়ালিপনা