You have reached your daily news limit

Please log in to continue


অথচ একটি ‘তিস্তা চুক্তি’ হয়েছিল চার দশক আগেই!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য যতই ঐতিহাসিক হোক, একটি বিশেষ ক্ষেত্রে যে অগ্রগতি সম্ভব হচ্ছে না তা সবাই জেনে গেছেন। তা হলো তিস্তার পানি ভাগাভাগি। যা গত দশ বছর ধরে দুদেশের সম্পর্কে অস্বস্তির কাঁটা হয়ে বিঁধে রয়েছে। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, প্রায় চার দশক আগে এই তিস্তা নিয়েই দুদেশের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা হয়েছিল। ওটাকে পুরোপুরি 'চুক্তি' বলতে হয়তো কারও কারও আপত্তি আছে। কিন্তু ঘটনা হলো ওই সমঝোতায় নির্ধারিত ফর্মুলা অনুসারেই একটি দীর্ঘ সময় তিস্তার পানি ভাগাভাগি করে এসেছিল দুই দেশ। সেই সমঝোতা যতদিন স্থায়ী ছিল, চলেওছিল মসৃণভাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন