একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচালিত অভিযানে প্রায় ৫০ হাজার বাংলাদেশিকে হত্যা করেছিল। ২৫ মার্চের পর থেকে ৯ মাসের যুদ্ধে প্রায় ৩০ লাখ বাঙালিকে হত্যা করা হয়েছে। যদিও পাকিস্তান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ঘাতক দালাল নির্মূল কমিটি ২০০৫ সাল থেকে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করে। একাত্তরে পাকিস্তানি সেনা ও বাঙালি সহযোগীদের দ্বারা এই ব্যাপক হত্যা ও নির্যাতনের বিষয়টি সামনে এনে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ২০১৭ সাল থেকে ২৫ মার্চকে গণহত্যা দিবস পালন করে। দেশের জাতীয় সংসদে এবং মন্ত্রিসভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাবও পাস হয়েছে।