ভোটে সম্ভবত নন্দীগ্রামে থেকেই নজরদারি মমতার
নন্দীগ্রামে সম্মান রক্ষার লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার আগে টানা চার দিন বাকি সব কাজ ফেলে নিজের নির্বাচনী কেন্দ্রে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মাটি কামড়ে পড়ে থাকবেন। তৃণমূল সূত্রের খবর, শেষ মূহূর্তে কর্মসূচির পরিবর্তন না-হলে ১ এপ্রিল নন্দীগ্রামে থেকেই ভোটে নজরদারি চালাবেন মমতা। সেই জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নন্দীগ্রামে ভোটের আগে যে চার দিন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থাকবেন, তার প্রথম দিন অর্থাৎ ২৮ মার্চ, রবিবার দোল। সে দিন নন্দীগ্রামের রেয়াপাড়ায় বসন্ত উৎসবের আয়োজন করেছে তৃণমূল। তাতে সঙ্গীত পরিবেশন করবেন কীর্তন গায়িকা এবং সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া ও রাজারহাট-গোপালপুরের প্রার্থী অদিতি মুন্সি-সহ কলকাতার একঝাঁক শিল্পী। থাকবেন বাউল গানের শিল্পীরাও। এবং সেই অনুষ্ঠানের মধ্যমণি স্বয়ং মুখ্যমন্ত্রী।