কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬ শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা স্বজন হারানো শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। অগ্নিকাণ্ডের ঘটনায় আরও অনেকে আহত হয়ে চিকিৎসাধীন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে উৎপীড়িত হয়ে সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নেয়। সেই থেকে তারা কুতুপালং, বালুখালীসহ বিভিন্ন আশ্রয়শিবিরে আছে। গত সোমবার বেলা তিনটার দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে আগুন লাগে। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে শিবির লাগোয়া ৮-ডব্লিউ ও এইচ, ৯ ও ১১ নম্বর শিবিরেও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.