নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় (আদালতে) স্বীকারোক্তি দেওয়া আসামি সেই সুলতান শওকত ভ্রমরের জামিন আবেদন আবার নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান আদালতে আইনজীবীর মাধ্যমে আবেদন জানালে শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।
নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই এলাকায় সুলতান শওকতকে সবাই চেনেন। ২০১৩ সালের ১২ নভেম্বর শওকত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর জামিন পেয়ে তিনি পালিয়ে যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.