শরীয়তপুরে আদালত বর্জন, কর্মবিরতি আইনজীবীদের

প্রথম আলো শরীয়তপুর জেলা জজ আদালত প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১৬:৩৪

শরীয়তপুর জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) হাবীবুর রহমান ও তাঁর ভাই মনির হোসেন হত্যা মামলার রায় প্রত্যাখ্যান করে আদালত বর্জন ও কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। আজ মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

আজ আদালত বর্জনের পর আইনজীবীরা বলেছেন, রায় ঘোষণা করা বিচারককে প্রত্যাহার না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বর্জন কর্মসূচি পালন করবেন তাঁরা। গত রোববার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন। রায়ে ৫২ আসামির মধ্যে ৬ জনকে মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন ও ৩ জনকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৩৯ আসামিকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি পলাতক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও