কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সফলতা মানে সবকিছুতে জিতে যাওয়া নয়

সারাক্ষণ এস এম মুকুল প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১৫:১৬

জীবনের জন্য যা কিছু প্রয়োজন তার সবই খুব সাধারণ, যেমন- সুখ, স্বপ্ন, হাসিখুশি থাকা, পারিবারিক সম্প্রীতি বজায় রাখা, ভালো বন্ধুর সাহচর্য, বিশ্বস্ত দাম্পত্য জীবন, প্রেম-ভালোবাসা ইত্যাদি। টাকা দিয়ে বাড়ি-গাড়ির সব চাকচিক্যময় চাহিদা পূরণ করা সম্ভব হলেও জীবনের জন্য সাধারণ বিষয়গুলোই টাকায় মেলে না। অথচ মানুষ হন্যে হয়ে টাকার পেছনেই ছোটে। টাকা উপার্জন করাটাই জীবনের একমাত্র সাফল্য মনে করে। ভেবে দেখুন মানুষ কত বোকা। সে এক জীবনে সুখের সন্ধান করতে গিয়ে টাকার পেছনে দৌড়ে ক্লান্ত হয়ে সেই টাকা খরচ করে অসুখের পেছনে, চিকিৎসায়। তার মানে সুস্থতার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুতে নেই। দেখুন না, এখন ঘরে ঘরে মানুষের ডায়াবেটিস, প্রেসার, আলসার, ক্যানসারের মতো ভয়াবহ অসুখের ছড়াছড়ি। টাকার অভাব নেই, খাবারের অভাব নেই- সব থাকার পরও খাবারের ক্ষেত্রে কতশত বিধিনিষেধ। কারণ টাকা দিয়ে সুখ কেনা সম্ভব নয়। কেবল টাকা উপার্জন করাটাই জীবনের সফলতা নয়। এ বিষয়ে ডেল কার্নেগি খুব সহজ করেই বলেছেন, সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা। সুখ হলো আপনি যা চান তা পাওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও