কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একমাত্র ছেলেকেও মুক্তিযুদ্ধে পাঠান ফাতেমা

জাগো নিউজ ২৪ মার্জিয়া লিপি প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ০৮:১২

একাত্তরে বাবা হাফিজুল আলম পেশায় ইঞ্জিনিয়ার মধ্য পঞ্চাশের প্রৌঢ় ভদ্রলোক। তাঁর স্ত্রী ফাতেমা আলম। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির সময় তিনি পশ্চিম বাংলার খড়গপুর পিডব্লিউডি থেকে ঢাকায় চলে আসেন। স্থায়ী ঠিকানা হয় ১/৩ দিলু রোড, নিউ ইস্কাটনে। যুদ্ধের শুরুর দিকে জনাব হাফিজলু আলম তার স্ত্রী ও ছয় সন্তান নিয়ে দিলু রোডের বাড়িতে বসবাস করেন। ১৯৬০ সালে জনাব হাফিজুল আলমের বড় ছেলে মারা যায়। তাঁর চার মেয়ের মধ্যে বিবাহিত নাজমা আকবর ছিলেন বাড়ির বড় মেয়ে। পরিবারসহ তিনি খুলনায় বসবাস করতেন। দ্বিতীয় মেয়ে আসমা সবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স ডিগ্রি শেষ করেছেন। একমাত্র পুত্র হাবিবুল আলমের ছোট দুই মেয়ে রেশমা ও শাহনাজ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সন্তান মুক্তিযোদ্ধা হাবিবুল আলম পেয়েছেন বীর প্রতীক খেতাব। বীর প্রতীক হাবিবুল আলম ছাড়াও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তাঁর দুই কন্যাসন্তান আসমা এবং রেশমা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও