ট্রেনে ওঠে মানুষ, নামে 'ভুত'!
রেলপথে চলাচলে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। নানা কারণে ট্রেনের বিলম্ব, ট্রেনে অব্যবস্থাপনার কাহিনী বেশ পুরোনো। যাত্রীদের ‘নতুন’ দুর্ভোগের নাম ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে বের হওয়া ধোঁয়া। যে ধোঁয়ায় ‘ভুত’ সাজতে হয় যাত্রীদেরকে।
মজার বিষয় হচ্ছে, মুখে থাকা কালি দেখে একজন আরেকজনকে নিয়ে হাসছিলেন। পরক্ষণেই নিজের মুখেও কালির লেপন আছে বুঝতে পেরে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। কয়েকজন যাত্রী অবস্থা বেগতিক বুঝতে পেরে মাঝপথেই ট্রেন থেকে নেমে বিকল্প চিন্তা করেন।