‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২১ মার্চ) থেকে দেশব্যাপী শুরু হয়েছে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় কার্যক্রম শুরুর প্রথম দিনেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানা ও চট্টগ্রাম জেলা পুলিশের ১৬ থানায় বিতরণ করা হয়েছে প্রায় ৮ লাখ ৪২ হাজার মাস্ক।
সিএমপির গোয়েন্দা বন্দর জোনের উপ-কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহ আবদুর রউফ জাগো নিউজকে বলেন, ‘করোনা ঝুঁকি মোকাবিলায় এবং সাধারণ মানুষকে সচেতন করতে নগরের ১৬টি থানার এক হাজারেরও বেশি স্পটে প্রায় ৮ লাখের বেশি মাস্ক বিতরণ করা হয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.