কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থানা দিয়ে সিএমপির আওতায় আনার উদ্যোগ

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯

থানার সংখ্যা আর সীমানা দুটোই বাড়াতে চাইছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি); বর্তমানে নগরীর ১৬টি থানাকে বাড়িয়ে ২০টি করার পাশাপাশি জেলার ১২টি ইউনিয়নকে নিজেদের সীমানায় এনে আরও চারটি থানা করার প্রস্তাব দিয়েছে তারা।


এর মধ্যে হাটহাজারী উপজেলার ফতেপুর ও চিকনদণ্ডী ইউনিয়ন নিয়ে বিশ্ববিদ্যালয় থানা করার প্রস্তাব দিয়েছে সিএমপি কর্তৃপক্ষ। এ অংশটি এখন চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে।


থানা ও সীমানা বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সিএমপির অধীনে থানার সংখ্যা ১৬টি থেকে বেড়ে হবে ২৪টি।


চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) এসএম মোস্তাইন হোসাইন বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দফায় আমরা থানা বাড়ানোর প্রস্তাব দিয়েছি। এর মধ্যে বর্তমান কর্ণফুলী, পতেঙ্গা, পাহাড়তলী, আকবর শাহ ও চান্দগাঁও থানাকে পুনর্বিন্যাস করে নতুন চারটি থানা করার প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও