মাস্ক পরতে বলায় পৌরকর্মীকে পেটালেন এক নারী
ভারতের মুম্বাইয়ে মাস্ক পরতে বলায় রাস্তায় এক পৌরকর্মীকে মারধর শুরু করে এক নারী। কোন ধরণের স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই রাস্তায় বের হয়েছিল ওই নারী। এনডিটিভির তথ্য মতে, হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতে মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে অনেক জায়গায়।
তাই কোভিডের ডিউটি পালন করতে গিয়ে অশ্বিনি চবন নামের একজন নারী মার্শাল ওই নারীকে মাস্ক পরতে বলেন। মাস্ক ছাড়া রাস্তায় বের হলে ২০০ রুপি জরিমানাও দিতে হবে। এমন কথা বলার সঙ্গে সঙ্গে অশ্বিনির ওপর ঝাপিয়ে পড়েন ওই নারী।