কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধর্মীয় জাতীয়তাবাদের ক্রিয়াকলাপ

দেশ রূপান্তর সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১২:২২

ভারতের নরেন্দ্র মোদি আন্দোলনকারী কৃষকদের চিহ্নিত করার জন্য একটি নামও উদ্ভাবন করেছেন। ‘আন্দোলনজীবী’। আন্দোলনকারীরা সে-নাম শুনে লজ্জিত তো হয়ইনি, উল্টো বলেছে, হ্যাঁ, তারা আন্দোলনজীবীই, কিন্তু আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী কী বুঝবেন, তিনি তো কোনো দিন কোনো আন্দোলনে অংশই নেননি, বরং দেশভাঙায় কাজ করছেন। (দৈনিক ইত্তেফাক, ১১.০২.২১) আন্দোলনকারীরা নিশ্চয়ই সাতচল্লিশের দেশভাঙার কথাটা বলেননি, সে-সময়ে তো রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদির জন্মই ঘটেনি, বর্তমানে তিনি যে পুঁজিবাদী হিন্দুত্ববাদ চালু করে দেশবাসীকে নানাভাগে খন্ড খন্ড করতে তৎপর রয়েছেন সে কথাই হয়তো বলতে চেয়েছেন। অবশ্য এ কথাও তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আন্দোলনজীবী হওয়া তো অনেক ভালো চাঁদাজীবী, কিংবা ক্রোনিজীবী (পৃষ্ঠপোষণজীবী) হওয়ার চেয়ে। কৃষক নেতারা আরও জানিয়েছেন যে তাদের আন্দোলন থামবে না, আগামীতে ৪০ লাখ ট্রাক্টরের মিছিল বের হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও