![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F001-bagerhat3-20210318221122.jpg)
গাজীপুরে গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন
গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার নারীর নাম শিলা আক্তার (২৫)। তিনি কিশোরগঞ্জের নিকলি থানার ছাতিরচর এলাকার জুনায়েদ মিয়ার স্ত্রী। এলাকাবাসী ও পুলিশ জানায়, কিশোরগঞ্জের নিকলি থানার ছাতিরচর এলাকার ফজল মিয়া স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুর উপজেলার সিনাবহ পশ্চিমপাড়া উন্দারটেক এলাকায় বনবিভাগের জমিতে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।