ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো জোর করে বাংলাদেশে ঢুকছেন না?
দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃপ্ত শপথে বুধবার বাঙালি জাতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতার প্রতিকৃতি ও মাজারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা, প্রামাণ্যচিত্র প্রদর্শণসহ সরকারী-বেসরকারী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বাংলাদেশের মানুষ ও কৃতজ্ঞ জাতি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে দেশের চলমান উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের শপথও নিয়েছেন। কিন্তু এসবসত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা একটি অসাধারণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটি কী? “বাংলাদেশবিরোধী অপশক্তি এখনো সক্রিয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা”। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণের সময় ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে বলেছেন, “তারা এখনো দেশের অর্জনকে ব্যর্থ করতে চাচ্ছে। তবে, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার।”