![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/03/17/og/085925_bangladesh_pratidin_99.png)
করোনায় আক্রান্ত হলেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তিনি নিজেই জামালপুরের সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
১ এপ্রিল জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনকে সামনে রেখে মির্জা আজম এমপি মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে করোনার নমুনা পরীক্ষা করতে দেন। সন্ধ্যার পর নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।