ঢাকা ক্লাবের ৩৪ কোটি টাকার ভ্যাট বাকি, ১৫ দিন সময় চেয়ে আবেদন
ঢাকা ক্লাবকে গত পাঁচ বছরে অনেকবার তাগাদা দেয়ার পরও এখনো তারা সঠিক হিসাবে ভ্যাট পরিশোধ করেনি। সরকারি কোষাগারে ৩৪ কোটি টাকার ভ্যাট বাকি রয়েছে ঢাকা ক্লাবের। সম্প্রতি এনবিআর থেকে তলব করা হলে সংশ্লিষ্টরা ১৫ দিন সময় চেয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, ঢাকা ক্লাবে সমাজের প্রভাবশালীদের যাতায়ত। ক্লাবটির প্রধান আয় আসে বার থেকে। এছাড়া বুকিং চার্জ, সার্ভিস চার্জ, ভাড়া, বেকারী থেকে আয়, বিউটি পার্লার, গেস্ট হাউস ভাড়া, হেলথ সার্ভিস, কার্ড রুম, লন্ড্রি সার্ভিসসহ বিভিন্ন খাত থেকেও ঢাকা ক্লাবের আয় হয়। পাওনার চেয়ে কম ভ্যাট পরিশোধ করছে এমন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ২০১৭ সালে ঢাকা ক্লাবের ভ্যাট ও সম্পূরক শুল্ক পরিশোধ সংক্রান্ত তথ্য নিয়ে বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত নেয় এনবিআর।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে