সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের অস্ত্র বিক্রি কমেছে। কিন্তু আড়ি পাতা প্রযুক্তির রপ্তানি বেড়েছে। ইসরায়েলি গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন দেশে বিরোধী মতকে নির্মমভাবে দমনের অভিযোগ উঠছে। বিশেষ করে হংকং বিক্ষোভে চীনের বিরুদ্ধে গণহারে ইসরায়েলি আড়ি পাতার প্রযুক্তি ব্যবহারের অভিযোগ করেছেন দেশটির মানবাধিকারকর্মীরা। চীন ছাড়াও মরক্কো, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হওয়া দেশগুলোতে ইসরায়েল আড়ি পাতার বা নজরদারির প্রযুক্তি বিক্রি করছে।
সম্প্রতি আল–জাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা নজরদারি সরঞ্জাম কিনেছে। বাংলাদেশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। গণনজরদারি প্রযুক্তির রপ্তানি বন্ধে তেল আবিবের আদালতে মামলাও করেছেন দেশটির মানবাধিকারকর্মীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.