You have reached your daily news limit

Please log in to continue


চঞ্চল-শুভরা আসছেন ‘বছরের সবচেয়ে বড় অ্যাকশন থ্রিলার’ নিয়ে

এমনটা প্রায়ই দেখা যায়। কোনো সিনেমাতে একজনই নায়ক, একজনই ভিলেন। দ্বৈত চরিত্রে অভিনয় করে একসঙ্গে দুটি চরিত্রে হাজির হন অভিনেতারা। তবে ঢাকাই সিনেমার ‘মাসলম্যান’ আরিফিন শুভ এক চরিত্র করেই দাবি করলেন তিনিই নায়ক, তিনিই ভিলেন! ঠিক তাই। প্রকাশ হয়েছে ‘কন্ট্রাক্ট’ নামের নতুন ওয়েব সিরিজটির ট্রেলার। সেখানেই এই সংলাপ দিলেন শুভ। তবে তার পাল্টা সংলাপও শোনা গেল দেশবরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরীর মুখে। তিনি বলছেন, ‘বড় ভিলেন না হলে বড় হিরো হওয়া যায় না’। যতটুকু আভাস মিললো সিরিজটিতে তিনি একজন গডফাদার হিসেবে দেখা দিতে পারেন। চরিত্রটি বেশ রহস্যময়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন