চট্টগ্রামে গুলি করে ব্যবসায়ীর টাকা-মোবাইল ছিনতাই
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া মিঠাদিঘী এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর গুলিতে আহত ব্যক্তির নাম মো. মিজান (২৭)। তিনি নগরের জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ী ও সাতকানিয়ার ৪ নম্বর বিল্লাপাড়ার বাসিন্দা।
জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে ব্যবসায়ী মোহাম্মদ মিজানকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, তখন তিনি হাতে গুলিবিদ্ধ হওয়ার কথা জানান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে