মুক্তিযুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর অবদান কে মনে রাখে!
মার্চ মাস মানেই স্বাধীনতার মাস। আনন্দ ও বেদনার এক অদ্ভুত অনুভূতি নিয়ে প্রতিবছর মার্চ মাস ফিরে আসে। এ মাসের প্রথম দিন থেকে জাতীয় দৈনিক ও বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনাবলি নিয়ে বিশেষ প্রতিবেদন পরিবেশিত হয়। স্বাধীনতাযুদ্ধের সেসব অজানা কাহিনি যখন বিভিন্ন মিডিয়ায় পরিবেশিত হয়, তখন প্রশ্ন জাগে-যে দেশকে, যে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা এত গর্ব করি, সেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমরা কতটুকুই বা জানি।
এ দেশকে স্বাধীন করতে সেদিন যারা নিজেদের জীবন বিপন্ন করে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন, সেসব অকুতোভয় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কাহিনি আমরা কতটুকুই বা জানার চেষ্টা করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রম ঘটনা। ১৯৭১ সালে মাত্র নয় মাসের স্বাধীনতাযুদ্ধে ত্রিশ লাখ প্রাণ আত্মোৎসর্গ করেছিলেন।