কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফের সক্রিয় হিযবুত তাহরীর!

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের তত্পরতা থামছেই না। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিকে ফাঁকি দিয়ে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে। ‘খিলাফতে রাশিদাহ’ প্রতিষ্ঠার ডাক দিয়ে তারা পোস্টার লাগাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পড়ার সঙ্গে সঙ্গে পোস্টারগুলো সরিয়ে ফেলছে। এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেয়ালে, আজিমপুর খালেক লেন, বাংলামোটর মোড়ে নির্মাণাধীন মেট্রোরেলের পিলারে, কাওরান বাজার সিএ ভবনের দেয়ালে, ফার্মগেটে ইন্দিরা রোড পার্কের পাশের একটি দেয়ালসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হিযবুত তাহরীর পোস্টার লাগিয়েছে তারা। এর আগে গত ৪ মার্চ সূত্রাপুর থানা এলাকায় হিযবুত তাহরীর সদস্য সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই ছাত্রসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—জবির ইসলাম শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান ও মাকসুদুর রহমান এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র এস এম সজিব। তাদের কাছ থেকে সাইয়েদ আবুল আলা মওদুদীর লেখা পাঁচটি বই, মাসিক রিপোর্টের একটি বই, বার্ষিক রিপোর্টের একটি বই, স্পাইরাল বাইন্ডিং করা একটি বই ও একটি সাদা প্যাড জব্দ করা হয়। এদের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে সাত দিন ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রকে পাঁচ দিন করে রিমান্ডে নেয় পুলিশ। সূত্রাপুর থানার ওসি মামুনুর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ ও ঐ মামলা তদন্তভার কাউন্টার টেরোরিজম ইউনিটে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন