
সংক্রমণের ঊর্ধ্বগতি, সতর্কতাও বাড়ুক
বাংলাদেশে প্রায় দুই মাস পর করোনা রোগী শনাক্তের হার আবার বাড়ছে। বুধবার এ হার উঠে গেছে ৫ দশমিক ৯৮ শতাংশে। এর আগে রোগী শনাক্তের হার সর্বশেষ ৫ শতাংশের বেশি ছিল জানুয়ারি মাসের ১৮ তারিখ (৫ দশমিক ৪৯ শতাংশ)। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত দুই মাস ধরে সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। তা আবার বেড়ে যাওয়ার পেছনে সুনির্দিষ্ট কারণগুলোর অন্যতম, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে ব্যত্যয়।