![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fb9016af7-7e84-47c7-be16-860fc1cd3291%252FElection.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন ৩১ মার্চ
পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন দুই দফা স্থগিতের পর ৩১ মার্চ নতুন দিন ধার্য হয়েছে।
সে অনুযায়ী প্রার্থীরা নতুন করে আবার মনোনয়নপত্র জামা দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুজন প্রার্থী চূড়ান্ত বলে গণ্য হয়েছেন। অন্যদিকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে চূড়ান্ত হয়েছেন ৪১ জন প্রার্থী।