You have reached your daily news limit

Please log in to continue


মহেশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, সড়ক অবরোধ

কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তানজিনা আকতার নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মোনতাহা ইবা নামের একই বয়সী তার সহপাঠী আরেক শিশু। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের মাইজপাড়া দারুল কোরআন মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত দুই শিশু মাইজপাড়া দারুল কোরআন মাদ্রাসা নার্সারি বিভাগের শিক্ষার্থী। দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার পর এলাকাবাসী ওই অটোরিকশাসহ চালক মোহাম্মদ আবদুল মান্নানকে আটক করেছে। বিক্ষুব্ধ লোকজন ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কের দুপাশে আটকা পড়ে দূরপাল্লার বিভিন্ন যানবাহনসহ মহেশখালীর আদিনাথ মন্দিরে শিবচতুর্দশী মেলায় আসা তীর্থযাত্রীদের গাড়ি। এতে ভোগান্তিতে পড়েন শত শত মানুষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন