
নতুন ব্র্যান্ডের গণতন্ত্রের পথে মিয়ানমার?
এক মাসের বেশি হয়ে গেল মিয়ানমারে সর্বময় ক্ষমতা গ্রহণ করেছে সামরিক বাহিনী। যদিও এ হস্তক্ষেপকে তারা অভ্যুত্থান বলতে চায় না। সামরিক বাহিনী ১৯৬২ সাল থেকেই সংসদে ও সরকারে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। অন্যদিকে কথিত নির্বাচিত সরকার গঠনের পর সাংবিধানিক কারণে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার অযোগ্য বিবেচিত হলে একটি ভিন্ন পদ সৃষ্টি করে মোটামুটিভাবে দেশ পরিচালনা করেছেন। তবে মিয়ানমারের সামরিক বাহিনী ঘুড়ির নাটাই নিজেদের হাতেই রেখেছে।