
ড. কামাল এবং তার গণহীন গণফোরাম
নিজের হাতে নিজের গালে চড় বসিয়ে দিলে আপনি কাকে বিচার দিতে যাবেন? নিশ্চয়ই করার কিছু থাকবে না। নিশ্চুপ থাকতে হবে। বাংলাদেশের প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক লোকদের অবস্থাও তাই হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে পছন্দ না আর কিংবা সরকারের আমলানির্ভরতা এবং ব্যাংকিংখাতের দুর্নীতিতে হতাশ- তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। এদেশের বামরা গণমুখী দল না হয়ে তত্ত্ব নিয়ে ভাঙনের পর ভাঙন দিয়ে দশকের পর দশক পার করে দিয়েছে।
বিএনপি-জামায়াত মার্কা দলে এসব লোকদের যাওয়া এবং গেলেও মানসিক সংঘাতে টিকে থাকা সম্ভব না। আবার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, অসাম্প্রদায়িক এমন বড় কোনো রাজনৈতিক দল তাদের সামনে নেই যাকে দিয়ে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দেবে। আওয়ামী লীগের বিকল্প বিএনপি-জামায়াত বা অন্যকোনো মৌলবাদী শক্তি কোনোকালেই হবে না। কারণ মুক্তিযুদ্ধকে এড়িয়ে বাংলাদেশে কোনো দলই ক্ষমতায় গিয়ে টিকে থাকতে পারবে না।