![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F06bd6905-aa92-41d2-ade3-bb3281320b3d%252Frape.png%3Frect%3D0%252C152%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
১২ বছরের ছেলেকে ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার
সিলেটে মুখে গামছা বেঁধে ১২ বছরের ছেলেকে ধর্ষণের ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম সুনীল নাথ (৪৫)। তিনি সিলেটের বিমানবন্দর এলাকার বাসিন্দা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ মার্চ রাতে শিশুটি বিমানবন্দর এলাকার একটি গ্রামে বাড়ির পাশে বাউল গান শুনতে যায়। ওই রাতে শিশুটিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন সুনীল নাথ। বাড়ি ফিরে শিশুটি প্রথমে কারও সঙ্গে কথা বলত না, একা-একা সময় কাটাত। পরে পরিবারের সদস্যরা তার সঙ্গে কথা বলে ধর্ষণের বিষয়টি জানতে পারেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে