দেশে ফেরা প্রবাসীরা নতুন করে দেনায় জড়াচ্ছেন
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১৯:৫১
মহামারির মধ্যে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা প্রবাসীরা পুরোনো ঋণ শোধ করতে নতুন করে ধারদেনায় জড়াচ্ছেন। তাই তাঁদের ঋণ আরও বাড়ছে। বাধ্য হয়ে স্বাস্থ্য খাতে তাঁদের ব্যয় কমাতে হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত এক জরিপে এমন চিত্র পাওয়া গেছে। আজ মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ‘র্যাপিড অ্যাসেসমেন্ট রাউন্ড-২: নিডস অ্যান্ড ভালনারেবিলিটিস অব ইন্টারনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিটার্ন মাইগ্র্যান্টস ইন বাংলাদেশ’ শিরোনামে দ্বিতীয় দফায় জরিপটি করা হয়েছে গত সেপ্টেম্বরে। এর আগে উচ্চ অভিবাসনপ্রবণ ১২টি জেলায় গত মে মাসে আরেক দফা জরিপ করা হয়।