কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ ও ভারতকে পাশাপাশি থাকতে হবে

কালের কণ্ঠ জয়ন্ত ঘোষাল প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১২:৪২

২৬ ও ২৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে যাচ্ছেন। এবার এই ঢাকা সফরকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সচিবালয়ে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। ঢাকা ও ভারত—এই দুই দেশের মধ্যে কূটনৈতিক হোমওয়ার্ক দারুণভাবে শুরু হয়ে গেছে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কথাটা আরেকবার ব্যবহার করলে বোধ হয় দোষ হবে না, ‘আরম্ভের আগেও আরম্ভ থাকে। সন্ধের প্রদীপ জ্বালানোর আগে বিকেলের সলতে পাকানো।’ এখন এই সলতে পাকানোর কাজ শুরু হয়ে গেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকা সফর করে এলেন। বাংলাদেশের পররাষ্ট্র্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাঁর সুদীর্ঘ বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়শঙ্করের সম্পর্ক অত্যন্ত মধুর। পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা ভারতের পক্ষ থেকে বাংলাদেশে হাইকমিশনার ছিলেন। তিনিও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের পেছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবারের প্রধানমন্ত্রীর সফর এমন একটা সময়ে হচ্ছে, যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ। আর প্রধানমন্ত্রী ২৬ মার্চ ঢাকা পৌঁছে ২৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়ি দেখতে যাচ্ছেন। এমনটাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও