জনজাতি গোষ্ঠীর নারীদের হস্তশিল্প নিয়ে টুইট করলেন মোদি
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ০৯:০৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গে তৈরি চটের দ্রব্য, কেরালার নীলাভিলাক্কু প্রদীপ আর টোডা জনজাতির তৈরি শালের কথা লিখেছেন। ভোটমুখী রাজ্যগুলোর হস্তশিল্পের প্রশস্তির ব্যাপারে দারুণ প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। এর আগে গত সপ্তাহে আসামের বিশেষ ধরনের গামছা গলায় করোনাভাইরাসের টিকা নিতে দেখা গেছে নরেন্দ্র মোদিকে।
গতকাল সোমবার আন্তর্জাতিক নারী দিবসে মোদি তার টুইটার হ্যান্ডলে গামছার পাশাপাশি ওইসব জিনিসের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেন। ওই টুইটে পশ্চিমবঙ্গের জনজাতি গোষ্ঠীর হাতে তৈরি চটের ফাইলের ছবি দিয়ে মোদি লিখেছেন, আমি অবশ্যই পশ্চিমবঙ্গে পাওয়া হাতে তৈরি চটের ফাইল ফোল্ডারটি ব্যবহার করবো।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে