নারী দিবস আসলেই যেনো গণমাধ্যম তথা সামাজিক মাধ্যম জুড়ে নানা বিশেষণ আর সংবাদ-ফিচারের ছড়াছড়ি। আর অন্যসময়ে বছরজুড়ে নারীর নানা বঞ্চণা আর নির্যাতনের কথা। এসবের মধ্যেই বছর ঘুরে বিশ্ব নারী দিবস উপস্থিত, এ বছরের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।
এবারের নারী দিবস উপলক্ষে পুরো বিশ্বের মতো দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: নারীকে সাবলম্বী হতে হলে অর্থনৈতিক স্বাধীনতার বিকল্প নেই। সেই বিবেচনায় নারী শিক্ষা এবং কর্মক্ষেত্র সৃষ্টি করেছে সরকার। নারী সুরক্ষার জন্য করা হয়েছে আইন। জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদীয় উপনেতা সবাই মহিলা। এটাই বাংলাদেশে সবচেয়ে বড় অর্জন। অতীতে ধর্মের নাম নিয়ে বা সামাজিকতার কথা বলে নারীকে পশ্চাৎপদ করে রাখার অপচেষ্টা সমাজ থেকে দূর হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.